প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ১:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২১, ৬:১৬ পি.এম
চীনকে ছেড়ে বাংলাদেশকে বেছে নিচ্ছে জাপান
নিজস্ব প্রতিবেদক
চীনের বাইরে জাপান তার কোম্পানিগুলো স্থানান্তরে উৎসাহ দিচ্ছে। এক্ষেত্রে কোম্পানিগুলোর সম্ভাব্য গন্তব্য হতে যাচ্ছে বাংলাদেশ। ভালো ব্যবসার জন্যই চীনের দিক থেকে মুখ ফিরিয়ে জাপান এখন বাংলাদেশকে বেছে নিতে যাচ্ছে। এতে দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক অগ্রগতি হতে পারে। খবর ব্লুমবার্গ বিজনেস নিউজের।
যুক্তরাষ্ট্রভিত্তিক (নিউইয়র্ক) ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, চীনে করোনাভাইরাস মহামারির কারণে সরবরাহ চেইন অব্যাহত রাখতে জাপানের কোম্পানিগুলো অন্য স্থানে সরিয়ে নেওয়ার প্রয়োজন দেখা দিয়েছে। এতে বাংলাদেশ ভালো সুবিধা পাবে। ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত নাওকি ইটো এক সাক্ষাৎকারে জানান, জাপানি প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোন আকৃষ্ট করায় কোম্পানিগুলো স্থানান্তরের উদ্যোগ নিয়েছে জাপান। ঢাকা থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক হাজার একর জায়গার ওপর বিস্তৃত স্পেশাল ইকোনমিক জোন। এখানে জাপানের দুই হাজার কোটি ডলারের বিনিয়োগের আশা করছে ইকোনমিক জোনস অথরিটি। চীনে শ্রমিকদের বেতন কাঠামো বৃদ্ধি পাওয়ায় জাপানের উদ্যোক্তারা শ্রমিক খাতে কম খরচ হয় এমন জায়গা খুঁজে পাওয়ার চেষ্টা করছেন। তাদের সরবরাহ চেইন চীন থেকে সরিয়ে অন্য কোনো দেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এক্ষেত্রে তারা ভিয়েতনাম ও বাংলাদেশের অবকাঠামোর উন্নতি দেখতে পাচ্ছেন। রাষ্ট্রদূত ইটোর মতে, ১০ বছরের বেশি সময় নিয়ে বাংলাদেশে কার্যক্রম চালানো জাপানি কোম্পানির সংখ্যা তিন গুণ বৃদ্ধি পেয়ে প্রায় ৩০০টিতে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, শিল্প এলাকার উন্নয়নে ১০০ কোটি ডলারের প্রকল্পে জাপান ৩৫ কোটি ডলার বিশেষ উন্নয়ন ঋণ বরাদ্দ দিয়েছে। এশিয়ায় স্পেশাল ইকোনমিক জোনে এটাই জাপানের সর্বোচ্চ সহায়তা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy