প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ৯:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৩, ১:০৬ এ.এম
চুনতি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন।
স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নুল আবেদীন জনুর বিরুদ্ধে বিভিন্ন মিডিয়ায় মিথ্যা বানোয়াট সংবাদ পরিবেশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ করে সংবাদ সম্মেলন করা হয়েছে।
শনিবার (২১ জানুয়ারি) দুপুর ১২ টায় চুনতী নিজ অফিসে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
২০ বছর আগে আব্দুন নুর,মোহাম্মদ ইদ্রিস মিয়া, হাজি নুরুল কবির সহ যৌথভাবে আমরা পূর্ব চুনতির লুৎফর রহমানের প্রকাশ (লুতু মিয়ার) সুফিনগর এলাকায় খামারবাড়ি এবং বাগান ক্রয় করি এবং উক্ত জায়গায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করি। বাগানে গাছ বড় হওয়ায় বিক্রি করে পূনরায় বাগান সৃজন করে আমরা চারজন ভোগদখলে স্থিত রয়েছি।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা ভিত্তিহীন বানোয়াট সংবাদ পরিবেশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করেন লুতু মিয়া নামের ব্যক্তির খামারবাড়ি ভাঙচুর করে জায়গা দখলে নিই। বিষয়টি আসলেই বানোয়াট সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চুনতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহে আলম চৌধুরী পল্টু, চুনতি ইউপির ৭নং ওয়ার্ড মেম্বার এনতেজার হোসেন,
ওই জমির মালিক আব্দুন নুর সওদাগর, সাবেক মেম্বার মোহাম্মদ ইদ্রিস মিয়া, নুরুল কবিরের ছেলে মোহাম্মদ ফারুক।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy