চুনারুঘাট প্রতিনিধিঃ
হবিগঞ্জের চুনারুঘাটে ধানের বীজতলায় বেড়া দেয়াকে কেন্দ্র করে একব্যক্তি খুন হয়েছে । নিহতের বয়স অনুমান ৬০বছর হবে । বৃহস্পতিবার (২রা জুলাই) সকাল ৯.৩০মিঃ সময়ে উপজেলার উবাহাটা ইউনিয়নের কেউন্দা গ্রামে এঘটনা ঘটেছে। নিহত জিতু মিয়া ওই গ্রামের হাজ্বী আব্দুল হেকিমের ছেলে । জানা যায়, জিতু মিয়া বৃহস্পতিবার সকাল ৯.৩০মিঃ সময়ে ১০-১২ শতক জমির উপর ধানের বীজতলা করেন। সেখানে তিনি বেড়া দিতে গেলে আজিজের ছেলে সাধু মিয়া ও কতুবের ছেলে শরিফুল মিয়া ও তার মাতাসহ সাইফুল, মিজান, রমজান, জিয়া জিতু মিয়াকে বেড়া দিতে বাধা দেয় এবং তারা লাঠি দিয়ে জিতু মিয়াকে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান । এ ঘটনার খবর পেয়ে মাধবপুর সার্কেল এএসপি মোঃ নাজিম উদ্দিন ও চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের স্ত্রী মিনারা খাতুন চৌধুরী জানান, প্রতিবেশী সাধু মিয়াসহ গংদের সাথে দীর্ঘদিন ধরে এই জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সেখানে আমার স্বামী ধানের বীজতলায় বেড়া দিতে গেলে সাধু মিয়াসহ অন্যরা আমার স্বামীকে বাধা দেয় এবং লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন । এ ঘটনায় জড়িতদের সঠিক তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার দাবী জানান তিনি। এ ব্যাপারে চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে । মর্গের থেকে রিপোর্ট আসলেই আসল কারণ জানা যাবে বলে তিনি জানান ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy