কাজী মোতাহার হোসেন নিজস্ব প্রতিবেদকঃ
Facebook Twitter Instagram share
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে ছুটে যাওয়া একটি গরু ধরে নিয়ে জবাই করে মাংস ভাগাভাগি করে নিয়েছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। এ ঘটনায় গরু চুরির মামলা দায়েরের পর
Surjodoy.com
দৌলতদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আ. গফুর খানকে (গাফ্ফার) পুলিশ গ্রেফতার করে বুধবার (১৯ মে ) দুপুরে আদালতে সোপর্দ করেছে।
জানা যায়, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার
The Daily surjodoy
বাগুলহাট ইউনিয়নের গরু ব্যবসায়ী আইয়ুব আলী ১২ মে রাত ১০টার দিকে দৌলতদিয়ার ৪ ও ৫ নং ফেরি ঘাট এলাকায় নদী পাড়ের জন্য তিন চাকার ট্রাক যোগে ২০টি গরু নিয়ে আসেন। রাত ২টার দিকে তার গরু গুলি ট্রলারে তোলার সময় তিনি দেখতে পান একটি গরু নেই।
The Daily surjodoy
একটি গরু তাদের অগোচরে ছুটে যায়। ছুটে যাওয়া কালো রংয়ের ক্রস ষাড় গরুটির মূল্য আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা। অনেক খোঁজাখুঁজি করেও গরুটি পাওয়া যায়নি। এক পর্যায়ে ভোর রাতে তারা দৌলতদিয়ার ৭নং ওয়ার্ডের আংকের শেখের গ্রামে যান।
The Daily surjodoy
সেখানে গিয়ে তারা দেখতে পান গাফফার মেম্বারের নেতৃত্বে হারিয়ে যাওয়া গরুটি জবাই করে মাংস কাটা হচ্ছে। সেখানে তারা উপস্থিত হলে মাংস কাটতে থাকা লোকজন তড়িঘড়ি করে বাড়ির ভেতরে সমস্ত মাংস ও গরুর চামড়া সরিয়ে ফেলেন। তবে তাদের কাছে জানতে চাইলে তারা বলেন এই গরুটি তারা নদীর কাছে পেয়েছেন।
The Daily surjodoy
দৌলতদিয়া ট্রলার ঘাটের ইজারাদার খবির মন্ডল বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গাফফার মেম্বারের নেতৃত্বে গরুটি জবাই করে মাংস ভাগাভাগি করে নিতে দেখি। পরে তারা নিজেরাই গরুটি নদীর পাড় হতে খুঁজে পাওয়ার বিষয়টি স্বীকার করেন।
The Daily surjodoy
গরু ব্যবসায়ী আইয়ুব আলী বলেন, আমার মূল্যবান গরুটি ছুটে হারিয়ে যায়নি। গরুটি আমাদের অগোচরে চুরি করা হয়েছে। আমি গরু চুরির অভিযোগেই গত ১৩ মে মামলা করেছি গোয়ালন্দ ঘাট থানায়। যদি ছুটেও গিয়ে থাকে একজন জনপ্রতিনিধি হিসেবে আ. গফুর ওরফে গাফফারের উচিত ছিল গরুর মালিকের খোঁজ করা। কিন্তু তিনি তা না করে গোপনে তার লোকজন নিয়ে গরুটি জবাই করে মাংস ভাগ-বাটোয়ারা করে নেন।
The Daily surjodoy
গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, এ বিষয়ে গরুর প্রকৃত মালিক বাদী হয়ে আ. গফুর ওরফে গাফফার মেম্বারকে প্রধান করে মোট সাতজনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন। মামলায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টার দিকে
The Daily surjodoy
প্রধান আসামি গাফ্ফার মেম্বারকে তার নিজ এলাকা থেকে আটক করা হয়। বুধবার তাকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিরা পলাতক রয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy