1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
চৌডালায় দুইটি কিডনি নষ্ট আঃ রাহিম অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবাবগঞ্জে শ্রমীকলীগ নেতার বিরুদ্ধে সরকারি খালের মাটি লুটের অভিযোগ ক্যাব প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি প্রনয়ন,বিদ্যুৎ ও জ্বালানিখাত সংস্কারের দাবিতে স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস চাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতির নিন্ম আদালতে আত্মসমর্পণ জামিন নামঞ্জুর জেল হাজতে প্রেরন ফুলবাড়িতে যথাযথ মর্যাদায় সশস্ত্রবাহিনী দিবস উদযাপিত বাসে উঠাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজ ছাত্রদের সংঘর্ষে রণক্ষেত্র সাইন্সল্যাব এলাকা আইজিপি হিসেবে নিয়োগ পেলেন বাহারুল আলম পুঠিয়ায় সাথী ক্লিনিককে ১০ হাজার জরিমানা, সাংবাদিকের হুমকি নড়াইলে মদ্যপানে ১স্কুল ছাত্রীর মৃত্যু,আরও ১ জন হাসপাতালে ভর্তি

চৌডালায় দুইটি কিডনি নষ্ট আঃ রাহিম অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না

  • আপডেট টাইম : শনিবার, ৭ আগস্ট, ২০২১, ১২.৪৪ এএম
  • ২১৬ বার পঠিত
চৌডালায় দুইটি কিডনি নষ্ট আঃ রাহিম অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না
শাহিন আলম গোমস্তাপুর প্রতিনিধি,
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা চৌডালা ইউনিয়নের সোমারপাড়া গ্রামের ফরমান আলির   ছেলে আঃরাহিম (২৮) এক বছর যাবত কিডনি জনিত রোগে ভুগছে। তার দুইটি কিডনিই নষ্ট। তার দুইটি  শিশু সন্তান আছে। যার বয়স ৬/৮ চিকিৎসার জন্য  খেটে খাওয়া যে  সম্বল টুকু ছিল তা হারিয়ে ফেলেছেন চিকিৎসার জন্য। এখন ভিটেমাটি ছাড়া আর কোনো তার সম্বল নেই। কিডনি নষ্ট হওয়া আঃরহিমের পিতা ফরমান আলী বলেন, আমার যা ছিলো সব কিছু আমার ছেলে  চিকিৎসার জন্য শেষ করে ফেলেছি। এখন ভিটেমাটি ছাড়া আর কোন সম্বল নেই। তিনি আরও জানান আমার ছেলে এক বছর আগে শরীরটা হঠাৎ ফুলে যায় তারপর বিভিন্ন জায়গায় যায় রহনপুর,চাঁপাইনবাবগঞ্জ,রাজশাহী নিয়ে যায় অনেক পরিক্ষা নিরিক্ষার পর জানা গেল তার দুইটি কিডনি নষ্ট হয়ে গেছে।
আমার ছেলের  তার সমস্ত শরীর ফুলে যায় । তার এই অসুখ দেখে আমরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা করাতে। সেখানে বিভিন্ন মেডিকেল টেস্ট করে জানতে পারি তার দুইটি কিডনি নষ্ট  বলে চিকিৎসকরা জানায়।   কিডনি ছাড়া তাকে বাচানো সম্ভব নয় তবে কেই যদি একটি কিডনি দেই তাহলে সে কোন রকমে সেই শিশু দুইটি নিয়ে দিন যাপন করতে পারবে।একটি কিডনি স্থাপন করতে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা লাগবে।   কিন্তু আমি পিতা,আমি তো আর থেমে থাকতে পারিনা। সন্তানের আর্তনাদ শুনে তার চিকিৎসার জন্য দ্বারে-দ্বারে, পথে পথে ঘুরতেছি। সে স্বাভাবিক ভাবে খেতে পারছেনা গত ৩মাস থেকে। ৪মাস সে আরও অবনত হতে আছে।  আমার এই ছেলে গ্রামীন এনজিও থেকে ২০  হাজার টাকা ঋণ নিয়ে চিকিৎসা করিয়েছে। আমিতো দিন আনি দিন খাই, আমি একজন কৃষক তা দিয়ে আমার সংসার চালায় ও ছেলের চিকিৎসা করায়। আমি যখন খরচ করতে পারছিলাম না । ইউপি সদস্য ও চেয়ারম্যান এর কাছে হাত পেতেও কোনো সাড়া পাইনি।  কি করে আমি এই খরচ চালাবো? সেই দুশ্চিন্তায় আমার ঘুম আসছেনা।
 এ বিষয়ে কিডনি নষ্ট হওয়া  ছেলের মা কান্না জড়িত কণ্ঠে জানান, হামার ২টি বেটা  শাহিন ও রাহিম  তাকে খুব আদর করে মানুষ করেছি। কি গো নে যে আল্লাহ আমাকে এতো বড় শাস্তি দিল। আমি কি আর করবো। আমি বেটার লাগিয়ে- ভালো করিয়া ঘুমাইতে পারি না।
রুম থেকে ছেলেকে বাইরে নিয়ে এসে প্রতিবেদকের সামনে বসে। প্রতিবেদকের কণ্ঠ শুনে রাহিম বলে, কে এসেছে গে মা? মা বলে সাংবাদিক এসেছে বেটা তোকে দেখতে। সাংবাদিকরা কি করে গে মা? বলে সাংবাদিক পেপার লেখে।তোর ছবি তুলে পেপারে দিবে তাই। ছবি তোলে আবার কি হবে বলে তোমার চিকিৎসা করার জন্য যদি কেউ সাহায্য করে। সে বলে তাহলে তুলুক ছবি। ছবি তুলে প্রতিবেদকের সাথে কথা বলে রাহিম এবং তার কথা শুনে প্রতিবেদক কান্নায় আবেগে আপ্লুত হয়ে পড়ে।
আপনারা আমাদের মাধ্যমে অথবা সরাসরি তাদের সাহায্য করতে পারেন। আমাদের মাধ্যমে করলে আমরা আপনার দানকৃত অর্থ সহ আপনাকে পেইজের মাধ্যমে প্রকাশ করবো।
আর্থিক সাহায্য করতে যোগাযোগ করুন –
নামঃ মোঃআঃ রাহিম
মোবাইল নম্বরঃ 01309504326
01780987442 ( বিকাশ,পার্সোনাল)

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews