প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ১২:০২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২১, ২:৪৪ পি.এম
চট্টগ্রাম মেডিকেল কলেজের সংঘর্ষের ঘটনায় থানায় পাল্টা মামলা
সোমেন সরকার নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) এ ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১৬ জনকে আসামি করে এবার চকবাজার থানায় পাল্টা মামলা করেছে অপর পক্ষ।রোববার (৩১ অক্টোবর) রাতে এমবিবিএস চতুর্থ বর্ষের ছাত্র মাহমুদুল হাসান মামলাটি দায়ের করেন।এর আগে শনিবার রাতে নগরের পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন তৌফিকুর রহমান নামে চমেকের পঞ্চম বর্ষের এক ছাত্র।মাহমুদুল হাসানের দায়ের করা মামলার আসামিরা হলেন- চমেক ৬২তম এমবিবিএস ব্যাচের জাকির হোসেন সায়াল, মঈনুল ইসলাম, জুলফিকার মোহাম্মদ শোয়েব, মাহিন আহমেদ, ইমাম হাসান, মোহাম্মদ শরীফ, সৌরভ দেবনাথ, সাজু দাস, আহমেদ সিয়াম, ৬১তম ব্যাচের ইমতিয়াজ আলম, মো. হাবিবুল্লাহ হাবিব, সাজেদুল ইসলাম হৃদয়, মো. সাইফুল্লাহ, ৬০তম ব্যাচের অভিজিৎ দাস, মো. ফাহাদুল ইসলাম, ৫৮তম ব্যাচের মো. তৌফিকুর রহমান ইয়ন।
বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস জাহান বলেন, চমেকে ছাত্রলীগের দুইগ্রুপে সংঘর্ষের ঘটনায় চকবাজার থানায় একটি মামলা করা হয়েছে। এতে ১৬ জনকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্ত কার্যক্রম দ্রুত শুরু করা হবে বলেও জানান তিনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy