ফেনী জেলা প্রতিনিধি,হাসনাত তুহিনঃ-
ছাগলনাইয়া পৌরসভা নির্বাচন-২০২১ উপলক্ষে ফলাফল গ্রহণ ও পরিবেশন করেন জেলা নির্বাচন রিটার্নিং অফিসার মোহাম্মদ নাছির উদ্দীন পাটোয়ারী ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জসিম উদ্দিন।
মঙ্গলবার (২ নভেম্বর) সারাদিন ভোট গ্রহণ শেষে সন্ধ্যা ৭টায় উপজেলা অডিটোরিয়ামে ১৩ টি ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন কর্মকর্তারা।
ছাগলনাইয়া পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ৬৫৯ জন, এর মধ্যে কাস্টিং ভোটের সংখ্যা ১৬ হাজার ১৭৯ জন। যাহা মোট ভোটের ৪৬.৫৪%।
নৌকা প্রতীক নিয়ে ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম. মোস্তফা পেয়েছেন ১৪ হাজার ১শত ৫৫ ভোট তার নিকটতম প্রতিদ্বন্ধী নুর মোহাম্মদ জাকের হায়দার কম্পিউটার প্রতীক নিয়ে ২০২৪ পেয়েছেন ভোট।
কাউন্সিলর সাধারণ পদে ১ নং ওয়ার্ড থেকে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন আবদুল লতিফ বাহার, ২ নং ওয়ার্ডে মেহেদী হাসান শিমুল, ৩নং ওয়ার্ডে কাজী নুরুল আলম, ৪ নং ওয়ার্ডে নাছির উল্যাহ ভূঁঞা রিন্টু, ৫ নং ওয়ার্ডে মাজহারুল ইসলাম মুছা, ৬ নং ওয়ার্ডে হাবিবুর রহমান মজুমদার হাবিব, ৭ নং ওয়ার্ডে সহিদ উল্যাহ মজুমদার, ৮ নং ওয়ার্ডে আব্দুল মোমিন চৌধুরী এবং ৯ নং ওয়ার্ডে মুন্সি নুর হোসেন।
সংরক্ষিত মহিলা আসনে বেসরকারীভাবে নির্বাচিত হন ১,২,৩-এ জাহানারা বেগম ৪,৫,৬-এ মাসুদা আক্তার ৭,৮,৯-এ শাহেনা আক্তার নির্বাচিত হন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy