ছাতক প্রতিনিধি:
ছাতকের নোয়ারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। প্রতিযোগিতা শেষে সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নোয়ারাই গাজীর মোকাম সংলগ্ন মাঠে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। নোয়ারাই সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির নব-নির্বাচিত সভাপতি নোটারী পাবলিক এডভোকেট আব্দুস সালামের সভাপতিত্বে ও শিক্ষক মোহাম্মদ পাবেল আহমদের পরিচালনায় অনুষ্টিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুম মিয়া, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মমিন চৌধূরী, হাজী মিফতাহ আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মফিজ মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি শাহিনুল হক চৌধূরী, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানভীর চৌধূরী। সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বঙ্কিম চন্দ্র আচার্য্য। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা সাবেক মেম্বার আলকাছ আলী। এ সময় বিদ্যালয়ের শিক্ষিকা আমেনা বেগম, তন্নি চৌধুরী, জেসমিন বেগম, জেসমিন সুলতানা চৌধুরী, পরিচালনা কমিটির সদস্য সালেহ আহমদ, স্থানীয়
কয়েছ চিশতি, মনজুরুল ইসলাম, আনছার আলী, সাফাতুর রহমান চৌধুরী, মোফাজ্জেল হোসেন, টিটু মিয়া, মাসুম মিয়া, আতিকুর রহমান সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও বিশেষ অতিথি উপজেলা শিক্ষা কর্মকর্তার হাতে সন্মাননা ক্রেষ্ট তুলে দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট আব্দুস সালাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক বঙ্কিম চন্দ্র আচার্য্য। পরে প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন অতিথিবৃন্দ। নৃত্যে বিজয়ী শিক্ষার্থীদেরকে ৫ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুম মিয়া।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy