ছাতক প্রতিনিধি:
ছাতক শহরের হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইসলাম উদ্দিন।
এ সময় শহরের পয়েন্ট এলাকায় শাহিন প্রীতিরাজ হোটেল থেকে ২ হাজার টাকা, আপন হোটেল এন্ড সুটস থেকে ২ হাজার টাকা ও ভাই-ভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইসলাম উদ্দিন জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। নোংরা পরিবেশ ও খোলা-বাসি খাবার পরিবেশনের জন্য ভুক্তা অধিকার সংরক্ষণ আইনে খাবার হোটেল গুলো থেকে এসব জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানের সময় ছাতক থানার উপ-পরিদর্শক মোহাম্মদ মুখলেছুর রহমান, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, নির্বাহী ম্যাজিষ্ট্রেটের পেশকার মামুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।