ইমরান শেখ বিশেষ প্রতিনিধিঃ
ছাত্রী উত্ত্যক্তের অভিযোগে চবিতে বখাটে আটক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে মো. মাসেদ নামে এক রাজমিস্ত্রীকে আটক করেছে প্রক্টরিয়াল বডি।
আটক মাসেদ বরিশাল বিভাগের মো. ইউনুসের ছেলে। গত এক সপ্তাহ ধরে সে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছে।
সোমবার (১১ অক্টোবর) সাড়ে ৯টার সময় ওই ছাত্রী টিউশনে যাওয়ার পথে আবারও উত্ত্যক্ত করে মাসেদ। বিষয়টি সহপাঠীদের জানালে তারা সাড়ে ১০টার এ এফ রহমান হলের পাশের একটি ভবন থেকে অভিযুক্তকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, উত্ত্যক্তের অভিযোগে মো. মাসেদ নামে এক রাজমিস্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ধরে পুলিশ বক্সে নিয়ে আসে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি। মাসেদ উত্ত্যক্তের বিষয়টা স্বীকার করেছে। সে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে কোনো ভবনে কাজ করতে পারবে না বলে মুচলেকা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রাজমিস্ত্রীর কাজ করলে ওর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy