রেখা মনি,
ছিনতাইকারীর কবলে পড়ে আহত নায়লা নাঈম
আলোচিত মডেল ও ডেন্টিস্ট নায়লা নাঈম ছিনতাইকারীর কবলে পড়ে আহত হয়েছেন। রাস্তায় পড়ে আহত হলেও ছিনতাইকারীরা সফল হতে পারেননি বলে জানান তিনি।
সোমবার দুপুর ১২টায় রাজধানীর মগবাজার রেলক্রসিংয়ের সামনে এ ঘটনা ঘটে।
নায়লা নাঈম জানান, সেই সময়ে তিনি স্কুটি চালাচ্ছিলেন। ছিনতাইকারীরা এসে সবার সামনেই তার ব্যাগ টানাটানি করতে থাকে। এক পর্যায়ে স্কুটি নিয়ে রাস্তায় পড়ে যান নায়লা। এরপর ছিনতাইকারীরা পালিয়ে যান।
গণমাধ্যমকে এ মডেল বলেন, ছিনতাইকারীরা চল যাওয়ার পর অনেকে এগিয়ে এসেছেন। তাদের একজনের হাতে ছুড়ির মতো ধারালো একটা অস্ত্র ছিল। তাই অনেক মানুষ থাকলেও কেউ সহজে এগিয়ে আসছিলেন না। আমি পড়ে যাওয়ার পরেও ছেলেগুলো ঘুরে এসে আমার ব্যাগ ধরে টানাটানি করছিল।
পরে বাইক থামিয়ে তিনজন মানুষ দৌড়ে এসে তাকে সাহায্য করেন বলে জানান এই মডেল।
এ ঘটনায় নায়লার হাত ছিলে গেছে। ঘটনার পর প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তিনি। তবে থানায় কোনো জিডি করেননি।