ইমাম হোসেন জীবন চট্টগ্রামঃ
চট্টগ্রাম জেলা সীতাকুণ্ডে হত্যা ও ধর্ষণসহ ২৭ মামলার আসামি কাজী মশিউর রহমান প্রকাশ টুকাই মশিউর (৬০) গ্রেপ্তার করেছে র্যাব ৭। এসময় তার কাছ থেকে ৫টি বিদেশী অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার টোকাই মশিউর খুলনা জেলার ফুলতলা তানার পায়গ্রামের মৃত কাজী গোলাম হাসানের ছেলে। সে বর্তমানে সীতাকুণ্ডের ছিন্নমুল জাফরাবাদ এলাকায় বসবাস করে। এবং ওই অত্র এলাকায় ত্রাসের রাজত্ব গড়ে তোলেন, তার রয়েছে একাধিক কিশোর গ্যাং বাহিনী।
রবিবার (৫ ডিসেম্বর) রাত ৯টায় সলিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ৯টায় সীতাকুণ্ডের সলিমপুর এলাকায় অভিযানে যায় র্যাব ৭এর একটি চৌকস দল। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া দিয়ে মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১ টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ২ টি এলজি, ১ টি দুইনলা বন্দুক, ১ টি ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় খুন, ধর্ষন, হানাহানি, নির্যাতন, অপহরণ ও জবর দখলসহ মোট ২৭টিরও বেশি মামলা রয়েছে।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর ১৬টি অস্ত্র ও বিপুল পরিমান গোলাবারুদসহ সলিমপুর এলাকা থেকে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিল টুকাই মশিউর। গ্রেপ্তার আসামিকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy