জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ছেলের বাবা হয়েছেন। শনিবার সকালে মিরাজ ও রাবেয়া আক্তার প্রীতির ঘরে এসেছে নতুন অতিথি। জাতীয় দলের স্পিন অলরাউন্ডার জানিয়েছেন, স্ত্রী ও সদ্যজাত সন্তান দুজনেই ভালো আছেন। বাবা হওয়ার আনন্দে উচ্ছ্বসিত মিরাজ। নিজের ফেসবুক পেজে আনন্দের খবরটি ভাগাভাগি করছেন মিরাজ এভাবে, ‘আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আনুমানিক সকাল ১০টার সময় আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। আমার প্রথম সন্তানের জন্য সবাই দোয়া করবেন। সকল প্রশংসা মহান আল্লাহ তা’লার।’ স্ত্রীর ও সন্তান দুজনেই সুস্থ আছেন বলেজানিয়েছেন এই অলরাউন্ডাডর, ‘আল্লাহর অশেষ রহমতে সন্তান এবং তার মা দুজনই সুস্থ আছে।’ প্রসঙ্গত, ২০১৯ সালের ২১ মার্চ বিবাহবন্ধনে আবদ্ধ হন মিরাজ ও প্রীতি। পাঁচ বছরের প্রেমের সম্পর্ক পূর্ণতা পায় বিয়ের মাধ্যমে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy