আমির হোসেন ( বাউফল)প্রতিনিধি:
Facebook Twitter share
পটুয়াখালীর বাউফলে ছেলের হাতে গর্ভধারণী মা লাঞ্চিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
মাকে নির্যাতনকারী পাষণ্ড ওই ছেলের নাম আনোয়ার খন্দকার (৩৮)।
বৃহস্পতিবার (২৭ মে) সকাল ৮টার দিকে বাউফলের মদনপুরা ইউনিয়নের মাঝপাড়া গ্রামে এমন ঘটনা ঘটেছে।
Surjodoy.com
পরে স্থানীয়রা আহত অবস্থায় মা মোসা.লালমতি বেগম (৭৫) ও বোন মরিয়ম বেগমকে (৩৫) চিকিৎসার জন্য বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মদনপুরা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের মৃত রতন আলী খন্দকারের ছেলে আনোয়ার খন্দকার বাবার রেখে যাওয়া সম্পত্তি অন্য ভাইবোনকে না দিয়ে নিজের করে নিতে চায়, মা রাজি না হওয়াতে প্রায়ই মাকে অত্যাচার নির্যাতন করে। ঘটনার দিন একই কারণে মা ও বোনকে মারধর করে।
The Daily surjodoy
আহত বোন মরিয়ম বেগম জানান,‘ ছয় ভাইয়ের মধ্যে বড় ভাই মৃত মাহবুব খন্দকারের পরিবার, মেজভাই বাবুল ও ছোট ভাই দেলোয়ার বাড়িতে থাকেন না। আমি ও আমার স্বামী দেলোয়ারের ঘরে থাকি। গত সোমবার মাহবুব ও বাবুল ভাইয়ের স্ত্রী সন্তানেরা বেড়াতে আসে। মঙ্গলবার দিন সবাই চলে যান। তারা বেড়াতে আসাতে আনোয়ার ক্ষিপ্ত হয়ে উঠেন।
The Daily surjodoy
তার দাবি যারা বাড়িতে থাকেন না তারা আর বাড়িতে আসতে পারবে না। কোন জমি-জমা ও পাবে না। আমি কেনো তাদের আশ্রয় দিয়েছি। এ নিয়ে ঘটনার দিন (বৃস্পতিবার) আমার এবং মায়ের সাথে ঝগড়া হয়। একপর্যায় মাকে দা দিয়ে কোপাতে যান। আমাকে কুড়ালের আচারি দিয়ে মারধর করে। মা আমাকে বাঁচাতে আসলে লাঠি দিয়ে মায়ের উড়ুতে ও পিঠে আঘাত করে।
The Daily surjodoy
কান্নাজড়িত কণ্ঠে মা লালমতি বেগম বলেন,‘ ওর বাবার রেখে যাওয়া সব সম্পত্তি একা নিতে চায়। অন্যদের দিতে রাজি না। এজন্য প্রায়ই আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে। আজকেও আমার মেয়েকে মারধর করে। আমি বাঁচাতে গেলে আমাকেও মারে।
The Daily surjodoy
এ বিষয়ে জানতে অভিযুক্ত মো.আনোয়ার খন্দকারকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনে কল দেওয়া হলেও রিসিভ করেননি।
এ বিষয়ে বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) আল-মামুন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy