প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৩:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৯, ২০২১, ৬:০২ পি.এম
জকিগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি বহিষ্কার

জকিগঞ্জ প্রতিনিধি :
জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বীরমুক্তিযোদ্ধা খলিল উদ্দিনের বিরুদ্ধে কাজ করার দায়ে জকিগঞ্জ পৌরসভা আওয়ামী লীগ সভাপতি হাজী সামস উদ্দিনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২৭ জানুয়ারি) রাতে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থনে অনুষ্ঠিত পথসভায় সিলেট জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁন তাকে বহিষ্কার করেন।
তিনি বলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্র করার দায়ে হাজী সামস উদ্দিনকে পৌরসভা আওয়ামী লীগের পদপদবী থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় পদপদবী নিয়ে দলের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন এমন অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হলো।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy