সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও গ্রাম থেকে সাবিনা বেগম (২৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পীরেরগাঁও গ্রামের আলীর হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকাল ৮টার দিকে সাবিনা বেগমকে পরিবারের লোকজন বসতঘরের রান্নাঘরের তীরের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে থানা পুলিশ কে বিষয়টি অবহিত করা হয়। খবর পেয়ে দুপুরে পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠায়।
জানা গেছে, সাবিনা বেগমের চার বছরের এক কন্যা সন্তান রয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) সাত্তার জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে ময়নাদতন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Leave a Reply