সুনামগঞ্জের জগন্নাথপুরে ইটের খোয়াভর্তি ট্রাক্টর উল্টে আমিনুল হক রুবেল (৩০) নামের এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১২ জুলাই) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ওই যুবক উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের আব্দুল আলম মাস্টারের ছেলে।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) মির্জা শাফায়েত হোসেন জানান, জগন্নাথপুর-আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহাসড়কের সোনাতলা নামক স্থানে ইটের খোয়াভর্তি ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনারস্থলেই চালক মারা যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশটি দাফন করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy