প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ১২:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২০, ৭:৫২ পি.এম
জগন্নাথপুরে পরিকল্পনা মন্ত্রীর পক্ষ থেকে দুর্গাপূজাউপলক্ষে পূজামন্ডপ সমূহে নগদ উপহার প্রদান

দুলন মিয়া জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম.এ.মান্নানএম.পি'র পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জেরজগন্নাথপুর উপজেলার ৪১টি পূজামন্ডপে নগদ অর্থ উপহার প্রদান করাহয়েছে।
শনিবার দুপুর ১২টায় জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষেউপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মেহেদী হাসানের সভাপতিত্বেএতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগেরসহ-সভাপতি সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর সরকারিকলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিকশংকর রায়, অমিত দেব, আলী আহমদ, হুমায়ুন কবির, উপজেলাছাত্রলীগের সভাপতি সাফরুজ ইসলাম মুন্না, উপজেলা ফুটবলএসোসিয়েশনের সভাপতি সুহিন আহমদ দুদু সহ উপজেলা পূজামন্ডপসমূহের দায়িত্বশীলরা।
পরে উপজেলার ৪১টি পূজামন্ডপে ২ হাজার টাকা করে মোট ৮২ হাজারটাকা নগদ উপহার প্রদান করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy