জবি প্রতিনিধি :
ঈদুল আজহা’র ১২ দিনের ছুটি শেষে রোববার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) একাডেমিক কার্যক্রম শুরু হবে। এর আগে শনিবার ছুটিতে বন্ধ থাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল খুলে দেয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান ও ছাত্রীহলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম এসব তথ্য জানিয়েছেন।
ঈদুল আজহা উপলক্ষে ৫ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং ৬ জুলাই হতে ১৪ জুলাই পর্যন্ত বিভাগীয় ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিলো। পরের দুইদিন সাপ্তাহিক ছুটি থাকায় দীর্ঘ ১২ দিন পর বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে রোববার।
বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’ ৫ জুলাই হতে ১৫ জুলাই বন্ধ শেষে ১৬ তারিখেই ছাত্রীরা হলে প্রবেশ করতে পারবে। শনিবার সকাল থেকে ছাত্রীরা কার্ড পাঞ্চ করে হলে ঢুকতে পারবে।
এছাড়াও রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী সব রুটের বাস সকাল থেকেই যথারীতি চলাচল করবে।
এরই মধ্যে ক্যাম্পাস সংলগ্ন এলাকা ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মেস-বাসায় থাকা শিক্ষার্থীরাও ফিরতে শুরু করেছেন। ঈদের এই ছুটিতে পরিবারকে বেশি সময় দেওয়ার সুযোগ পান শিক্ষার্থীরা।
ঈদের ছুটি কেমন কেটেছে এবং ক্যাম্পাসের অনুভূতি কি রকম জানতে চাইলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারজানা ইয়াসমিন জীবন বলেন, এবারের ঈদটা অন্যরকম কেটেছে। মা বাবার সঙ্গে ঈদের প্রথম দিন অতিবাহিত করেছি। তবে, ক্যাম্পাসকে বড্ড মিস করেছি। তাইতো ঈদ শেষ হতেই ছুটে এসেছি প্রাণের ক্যাম্পাসে।
ঈদের ছুটি কাটিয়ে ক্যাম্পাসে ফেরা বিশ্ববিদ্যালয়ের ১২তম ব্যাচের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, ঈদ পরবর্তী ক্যাম্পাস এখন অনেকটাই ফাঁকা। ধীরে ধীরে সবাই ক্যাম্পাসে আসছে। একদিন আগেও বাড়িতে ছিলাম। অথচ এখন অনেকেই ক্যাম্পাসে চলে এসেছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..