তারকা বলতেই মানুষের ভালো লাগার ও আগ্রহের জায়গা। প্রিয় তারকার অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারে না ভক্তরা। এবার পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় জনপ্রিয় এক গায়ককে গুলি করে হত্যার প্রতিবাদে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। পরে এই উত্তাল এই বিক্ষোভে অংশগ্রহণকারীদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর সংঘর্ষে অন্তত ৫০ জনের প্রাণহানি ঘটেছে।
জানা গেছে, দেশটির ওরোমিয়া অঞ্চলে বিক্ষোভকারীদের সঙ্গে সহিংস সংঘাতে ওই ৫০ জন মারা যান বলে বুধবার আঞ্চলিক এক মুখপাত্র নিশ্চিত করেছেন। সোমবার রাতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন দেশটির জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাকালু হান্দিসা। পুলিশ বলছে, দুর্বৃত্তরা টার্গেট করে ওই শিল্পীকে হত্যা করেছে। পরদিন সকালে দেশটির রাজধানী আদ্দিস আবাবা এবং ওরোমিয়া অঞ্চলের হাজার হাজার মানুষ বিক্ষোভ-প্রতিবাদে ফেটে পড়েন।
দেশটির সরকারের মুখপাত্র গেটাচিউ ব্যালচা বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, সংঘর্ষে নিহতদের মধ্যে বিক্ষোভকারী এবং নিরাপত্তাবাহিনীর সদস্যরা রয়েছেন। বিক্ষোভকারীরা কিছু কিছু ব্যবসা-প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেছেন বলে জানান তিনি। ইথিওপিয়ান এই কর্মকর্তা বলেন, আমরা পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত ছিলাম না। পুলিশ বলছে, মঙ্গলবার রাতে আদ্দিস আবাবায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া রাজধানীতে পৃথক তিনটি বিস্ফোরণে আরও অজ্ঞাতসংখ্যক মানুষ হতাহত হয়েছেন।
শিল্পী হাকালু হান্দিসা দেশটির তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী ছিলেন। দেশটিতে তিন বছরের টানা গণ-আন্দোলনের মুখে আগের মেয়াদের প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন। প্রধানমন্ত্রীর পদত্যাগের পর দেশটিতে বৃহত্তর অবাধ রাজনৈতিক একটি যুগের শুরু হয়। সেই সময় বিক্ষোভকারীরা প্রতিবাদ সমাবেশে হাকালু হান্দিসার গান মাইকে বাজাতেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy