এদিকে দুর্যোগে-দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো থেকেও অনেকটা দূরে সরে এসেছে দলটি। করোনা পরিস্থিতিতে আওয়ামী লীগসহ দলটির অঙ্গসংগঠনগুলো অসহায় মানুষের পাশে দাঁড়ালেও বিএনপি নেতাকর্মীদের কোনো খোঁজ নেই। এই দুঃসময়ে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে নিজেদের সমর্থন ফিরিয়ে পাবার সুযোগও হাতছাড়া করছে বিএনপি। এর ফলে জনসমর্থন হারানোর শঙ্কায় পড়েছে দলটি।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতাকর্মী জানান, দীর্ঘদিন থেকে বিএনপি ক্ষমতায় নেই। অনেক নেতাই প্রায় অসহায় অবস্থা। করোনার এই দুর্যোগে বিএনপির যেমন নেতাকর্মীদের পাশে দাঁড়ানো দরকার তেমনই দরকার কর্মী-সমর্থকদেরও পাশে দাঁড়ানো। কিন্তু এখন বিএনপি কোনো অবস্থাতেই নেই।
তবে ধামইরহাট থানা বিএনপির সাবেক সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী বলেন, বর্তমান সময়ে মাঠে গিয়ে কাজ করাটা অনেকটাই ঝুঁকিপূর্ণ। আমরা বাড়িতে থেকে নেতাকর্মীদের সঙ্গে মোবাইলে নিয়মিত যোগাযোগ রক্ষা করছি।
এসব বিষয়ে নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, করোনার সময় কেন্দ্র থেকে ত্রাণের জন্য কোনো বরাদ্দ আসেনি। নিজেদের উদ্যোগে স্থানীয়ভাবে নেতাকর্মী ও জনগণের মাঝে সহযোগিতা করা হয়েছে। মধ্যবিত্ত যারা কারো কাছে সহযোগিতা চাইতে পারবেন না তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। এছাড়া কেন্দ্র থেকেও নির্দেশনা ছিল আগে কর্মীদের মূল্যায়ন করতে হবে। তারপর সাধারণদের। আমরা সেভাবে কাজ করে যাচ্ছি।