জবা ফুলের জাদুতেই চুল হবে কালো, জানুন পদ্ধতি
| ২৩ মে ২০২১ | ১:২৬ অপরাহ্ণ
রেখা মনিঃ
জবা ফুলের জাদুতেই চুল হবে কালো, জানুন পদ্ধতি
FacebookTwitterShare
চুল পেকে যাওয়া যে কেবল বয়সের কারণেই হয়, এমনটা নয়। বরং হজমের গোলমাল, চুলের অযত্ন, মানসিক চাপ ইত্যাদি কারণে চুলে পাক ধরতে পারে। কারও কারও ক্ষেত্রে আবার বংশগত কারণেও চুল পেকে যাওয়ার সমস্যা দেখা দেয়।
Surjodoy.com
তবে চুল পাকলেই আমরা তা কালো করতে বাজারচলতি নানা হেয়ার ডাই ব্যবহার করি কিংবা হেনা করে চুলের রঙ ফেরাতে চেষ্টা করি। কিন্তু বাজারচলতি নানা হেয়ার ডাইতে অ্যামোনিয়া মেশানো থাকে, যা চুলের ভীষণ ক্ষতি করে। অনেকে আবার হরমোন থেরাপির সাহায্যে চুলের পিগমেন্টেশন বাড়িয়ে রঙ ফিরিয়ে আনার চেষ্টা করেন। যা ক্ষতিকর।
Surjodoy.com
তবে ঘরোয়া কিছু উপায় অবলম্বন করলে সহজেই আপনি চুলের রঙ কালো করতে পারবেন। চলুন তবে জেনে নেয়া যাক সেসব ঘরোয়া কৌশলগুলো-
The Daily surjodoy
জবা ফুলের কুঁড়ি
কয়েকটা জবা ফুল ও তার পাতা মিক্সারে পিষে তার সঙ্গে দুই চামচ নারকেল তেল ও একটু পানি যোগ করে একটি মিশ্রণ বানান। এটি গোসলের আগে আধা ঘণ্টা মাথায় মেখে শ্যাম্পু করে নিন। সপ্তাহে অন্তত চারদিন এই পদ্ধতি অবলম্বন করুন।
The Daily surjodoy
কালো চা
চায়ের লিকার চুলের প্রাকৃতিক কন্ডিশনার। এক কাপ পানিতে চা ফেলে তা ফুটিয়ে ঠাণ্ডা করে ছেঁকে নিন। এই লিকার চা চুলে ঢেলে কয়েক মিনিট রেখে দিন। এরপর কোনো ক্ষারবিহীন নরম শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে ধুয়ে নিন চুল। কয়েক মাস এমন করতে থাকলে ধীরে ধীরে রঙ ফিরে পাবে চুল।
The Daily surjodoy
নারকেল তেল-লেবুর রস
তিন টেবিল চামচ নারকেল তেলে দুই চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণ চুলের কালো রঙের জন্য খুবই উপকারী। এই মিশ্রণ মাথার ত্বকে আর চুলে ভালোভাবে মাসাজ করুন। তারপর শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে ফেলুন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy