প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ২:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১১, ২০২১, ৯:০৩ পি.এম
জবির নতুন ক্যাম্পাসের অধিগ্রহনকৃত ভূমির ডিজিটাল সার্ভের নকশা প্রনয়ন
সৌদিপ, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাসের প্রায় ২০০ একর জমির জরিপ যা আধুনিক প্রযুক্তি ডিজিটাল ড্রোন সার্ভের মাধ্যমে ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। প্রকল্প এলাকার বাস্তব চিত্র, জমির সীমানা, রাস্তাঘাট, পুকুর, ডোবা সহ সকল প্রকার চিত্র নকশার মাধ্যমে উপস্থাপন করা হয়, যা পরবর্তিতে মাস্টার প্ল্যান তৈরির কাজে সহযোগী হবে।
বুধবার (১০ ফেব্রুয়ারি) উক্ত নকশা উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এর নিকট হস্তান্তর করা হয় এবং ড্রোনের মাধ্যমে সম্পাদিত জরিপ কাজের ভিডিও চিত্র প্রজেক্টরের মাধ্যমেে উপাচার্য মহোদয়ের সভা কক্ষে প্রদর্শন করা হয়।
এসময় ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, রেজিস্ট্রার, পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস), প্রধান প্রকৌশলী, প্রক্টর সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের চিফ ইঞ্জিনিয়ার (ভারপ্রাপ্ত) হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, নতুন ক্যাম্পাসের কাজ ড্রোনের মাধ্যমে দেখা হয়েছে। এতে করে যেসব সমস্যা আছে সেসব সমাধান সহ আমাদের কাজ করতে সুবিধা হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy