প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৯, ২০২৪, ৩:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২০, ২০২১, ১:৩৩ এ.এম
জমিজমা সংক্রান্ত হত্যাকাণ্ডে আসামী গ্রেফতার
রফিকুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি :
যশোরের শার্শায় জমিজমা নিয়ে সংঘর্ষে হাতেম আলী (৩৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এ ঘটনায় ২ আসামীকে আটক করেছে ডিবি পুলিশ।
ঘটনাটি ঘটে শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলা লাউতাড়া গ্রামে।
ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৫ আগস্ট) দুপুর একটার দিকে তিনি মারা যান। ঐদিন বিকালে শার্শা থানায় নিহতের স্ত্রী আসমা খাতুন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করা হয়। মামলা নং-০৬। পরে মামলাটি যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) নিকট হস্তান্তর করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা
এসআই সোলাইমান আক্কাস এর নেতৃত্বে একটা চৌকস দল তথ্য প্রযুক্তির সহায়তায়
আসামীদ্বয়ের অবস্থান সনাক্তপূর্বক ১৯ আগস্ট বৃহস্পতিবার ভোর রাতে অভিযান চালিয়ে যশোর
কোতয়ালী মডেল থানাধীন বলরামপুর গ্রামস্থ আজগর আলী সরদার এর বসতবাড়িতে অভিযান চালিয়ে. হত্যা কান্ড সংঘটিত শার্শার লাউতাড়া গ্রামের মৃত মশিয়ার সরদারের ছেলে আসামী বাবলু সরদার (৩২) ও জাহাঙ্গীর সরদার (৩৫) কে
গ্রেফতার করেন এবং তাদের কাছ থেকে ০২ টি মোবাইল ফোন জব্দ করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy