কাজী মোতাহার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ
জমির মাটি কাটায় ভাটা মালিকের জরিমানা
বগুড়ার ধুনট উপজেলায় বেলকুচি গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে জেকেবি ব্রিক্স নামে ইটভাটা মালিক জুয়েল সরকারের ২০ হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত এ দণ্ডাদেশ দেন।
জানা গেছে, জুয়েল সরকার দীর্ঘদিন ধরে অবৈধভাবে উপজেলার বিভিন্ন এলাকায় খনন যন্ত্র দিয়ে তিন ফসলি জমি থেকে গর্ত করে মাটি কেটে নিয়ে ভাটায় ইট তৈরি করেন। এতে চারপাশের ফসলি জমি চাষাবাদে হুমকির মুখে পাড়ার আশঙ্কায় আছেন ভূমি মালিকেরা। ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কর্তন বন্ধের জন্য বেলকুচি গ্রামবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রায় এক মাস আগে অভিযোগ দেন।
গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে বিভিন্ন গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়। এরই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলকুচি গ্রামে ফসলের মাঠে অভিযান চালান। সেখানে ফসলি জমি থেকে জুয়েল সরকারের বিরুদ্ধে মাটি কাটার অভিযোগের সত্যতার প্রমাণ পেয়েছেন ইউএনও।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত এ তথ্য নিশ্চিত করে বলেন, বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনের বিধি মোতাবেক ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন গ্রামে ফসলি জমির মাঠে অভিযান পরিচালানা করা হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy