মীর মোঃ আতিকুজ্জামান,জয়পুুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে ট্রাক্টর ও ব্যাটারীচালিত তিন চাকার অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে এক বছর বয়সী এক শিশু নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুটির মা ও অটোরিকশা চালক। শুক্রবার (৩১ মার্চ) দুপুরে সদর উপজেলার পুরানাপৈল বাইপাস মোড়ের পাকুরতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু হলেন, সদর উপজেলার পুরানাপৈল মাস্টারপাড়া এলাকার রুহুল আমিনের মেয়ে নুসরাত জাহান রুমা (৪)। আহতরা হলেন, শিশুর মা কুলসুম (২১) ও অটোরিকশা চালক মীর শহীদ (২৫)।
থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পুরানাপৈল-হিচমি বাইপাস রাস্তায় ট্রাক্টরটি পুরানাপৈল বাজার থেকে হিচমী দিকে আসতেছিল এবং ব্যাটারীচালিত তিন চাকার অটোরিকশা পুরানাপৈল দিকে যাচ্ছিলো। পুরানাপৈল বাইপাস মোড়ের পাকুরতলী এলাকায় অটোরিকশা পৌঁছালে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ তিন জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন এবং আহত শিশুটির মা ও অটোরিকশা চালককে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) সিরাজুল ইসলাম জানান, ট্রাক্টর ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছেন। শিশুর মা ও অটোরিকশা চালক জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ট্রাক্টর আটক করা হয়েছে কিন্তু ট্রাক্টর চালক পালিয়ে গেছেন। ট্রাক্টর চালককে আটককের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy