নিরেন দাস,বিশেষ প্রতিনিধি:
নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের দুদিন ব্যাপী কর্মসূচী উদযাপন করছে স্থানীয় জেলা প্রশাসন। রবিবার (২৬ মার্চ) ভোরে সূর্যোদয়ের সঙ্গে একত্রিশ বার তোপধ্বনির মধ্য দিয়ে শহীদ ডা. আবুল কাশেম ময়দানে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসের সূচনা করা হয়।
দিবসটি উপলক্ষে স্মৃতিসৌধে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: মহিউদ্দিন জাহাঙ্গীর, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আমজাদ হোসেনসহ জেলা মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ৮ টায় ষ্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও মার্চপাস্ট অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, জেলখানা ও বিএনসিসি দল শুধুমাত্র মার্চপাস্টে অংশগ্রহন করে।
পবিত্র রমজান মাসের কারনে সরকারের নির্দেনায় এবার কোন শিক্ষা প্রতিষ্ঠান মার্চপাস্ট ও কুচকাওয়াজে অংশগ্রহন করেনি। এখানে জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানোসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান এবং শিশু-কিশোর সংগঠনের অংশগ্রহনে বিমূর্ত ধারণার শৈল্পিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শিল্পকলা একাডেমিতে ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র/প্রামান্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
সবশেষে অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো.মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কে এম মামুন খান চিশতী, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তারা। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচীতে বিভিন্ন বিভাগের সরকারি-বেসরকরি কর্মকর্তারা অংশগ্রহন করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy