নিরেন দাস, বিশেষ প্রতিনিধি
বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্ত্বরে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর প্রতিকৃতিত্বে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, পৌরসভা সহ বিভিন্ন সামাজিক সংগঠন সমূহ।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী’র সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার নূরে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন, জেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজার রহমান সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণরা বক্তব্য রাখেন।