নিরেন দাস, বিশেষ প্রতিনিধি:
কথা কাটাকাটির জেড়ে জয়পুরহাট সদর আধুনিক জেলা হাসপাতালের নার্স ইনচার্জকে (উপ-সেবা তত্ত্বাবধায়ক) নাজমা খাতুনকে চর থাপ্পড় মারার অভিযোগ উঠেছে একই হাসপাতালের নার্স সুপারভাইজার সামছুন নাহার বেলীর বিরুদ্ধে।
এতে নাজমা অসুস্থ হয়ে পড়লে ওই হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে হাসপাতালের নার্স ইনচার্জের রুমে এ ঘটনা ঘটে।
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের নার্স ইনচার্জ (উপ- সেবা তত্ত্বাবধায়ক) নাজমা খাতুন জানান, মঙ্গলবার দুপুরের দিকে তিনি তার রুমে বসে থাকার সময় নার্স সুপারভাইজার সামছুন নাহার বেলী অন্য দুই নার্সকে তার রুমে আসেন।
এসময় নাজমা তাদের জিজ্ঞেস করেন ডিউটি ফেলে একসাথে তিনজন কেন এখানে এসেছেন। এসময় অন্য দুই নার্স চলে গেলে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বেলী নাজমাকে চড়-থাপ্পড় মারেন। এসময় তিনি অসুস্থবোধ করলে ওই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।
এ ব্যাপারে নাহার বেলী বলেন, আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। তবে মারপিটের কোন ঘটনা ঘটেনি। আমার নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।
হাসপাতালে আরএমও শহীদ হোসেন বলেন, আমি নার্সিং ক্লাস নিচ্ছিলাম পরে এসে আমি শুনেছি।
এ বিষয়ে আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক জুয়েল জানান, তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল এমনটা শুনেছি। ঘটনা তদন্ত করা হচ্ছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy