অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে জয়পুরহাটে এপার বাংলা, ওপার বাংলার কবিতা পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন,জয়পুরহাট লেখক ফোরাম, জয়পুরহাট সাহিত্য আকাশ এবং নদী ঘোরাও নদীর পথে আয়োজনে বুধবার (২২ শে ফেব্রুয়ারি) বিকেলে জয়পুরহাট চিনিকল ট্রেনিং কমপ্লেক্সে এই কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জয়পুুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, অতিরিক্ত পুলিশ সুপার কে.এ.এম মামুন খান চিশতী, সাংবাদিক মাজেদুর রহমান ওপার বাংলার কবি বঙ্গরত্ন বিশ্বনাথ লাহা, কবি সুরজ দাস, যন্ত্র শিল্পি মাধব রঞ্জন সেন গুপ্তসহ আরো অনেকেই।
এতে অংশগ্রহণ করে উজ্জীবন সোসাইটি, উত্তরের রবিবার বালুরঘাট, রেইনবো কালচারাল একাডেমি বালুরঘাট। এ মিলনমেলায় ভারতের একটি সাহিত্য পত্রিকাসহ ৩ টি এবং বাংলাদেশের ৪ টিসহ মোট ৭ টি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
এর আগে ভারতের কবি, সাহিত্যিক, শিল্পীরা চিনিকল শহীদ মিনারে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy