প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ১:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২৩, ১:২১ এ.এম
জয়পুুরহাটে পাঁচ হাজার মানুষকে ঈদ উপহার দিলেন পৌর মেয়র-মোস্তাক
নিরেন দাস,বিশেষ প্রতিনিধি:
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দিতে প্রতি বছরের ন্যায় এবারও জয়পুরহাট পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ঈদ উপহার বিতরণ করেছেন।
বুধবার (১৯ এপ্রিল) জয়পুরহাটের পাঁচবিবির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে তিনি নিজে পাঁচ হাজার মানুষের মধ্যে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
এসময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান আলী,পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না,পাঁচবিবি পৌর সভার মেয়র হাবিবুর রহমান হাবিব,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ আল মাহবুব চন্দন, পুরানাপৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত, বালিঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোর্শেদ, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন উপস্থিত ছিলেন।
পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন,প্রধানমন্ত্রীর নির্দেশ ইফতার পার্টি না করে মানুষের মাঝে ঈদ উপহার ও সামগ্রী বিতরণ করতে। আমাদের নেত্রীর নির্দেশে আজকের এ আয়োজন। এতে মানুষের মুখে হাসি ফুটেছে। এই মানুষগুলোর কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়ানো একজন বিবেকবান মানুষের কর্তব্য বলে আমি করি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy