বিশেষ প্রতিনিধি: নিরেন দাস
জয়পুরহাটে চেক ডিজঅনার মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড সাজাপ্রাপ্ত হামিদুল ইসলাম (৩৫) নামে এক আসামীকে আটক করেছে র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের র্যাব সদস্যরা।
শুক্রবার (৪ আগস্ট) সকালে জয়পুুরহাট-৫ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃত, হামিদুল ইসলাম সদর উপজেলার ভাদসা পূর্বপাড়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে চেক ডিজঅনার মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড সাজাপ্রাপ্ত আসামী হামিদুল ইসলাম জয়পুরহাট সদরের ভাদসা এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র্যাব ক্যাম্পের (ভারপ্রাপ্ত) অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে আটককৃত আসামীকে সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলেও র্যাব জানায়।