নিরেন দাস, বিশেষ প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাটে ২ শত ৪ বোতল ফেনসিডিলসহ বাবা ছেলেসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা। গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার উত্তর চক রহমত সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,উপজেলার উত্তর চক রহমত সীমান্ত এলাকার মৃত. আব্দুল হাকিমের ছেলে মো. নজরুল ইসলাম (৫৬) এবং নজরুল ইসলামের দুই ছেলে তরিকুল ইসলাম (২৫) ও মো.বাপ্পি (১৮)।
শুক্রবার রাত সাড়ে ১১ টায় র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,আটককৃত আসামীরা সবাই উত্তর চক রহমত সীমান্ত এলাকায় প্রত্যক্ষ ভাবে মাদক ব্যবসার সঙ্গে তারা জড়িত। গোপন তথ্যের ভিক্তিতে র্যাব জানতে পারে যে আসামীরা ভারত সীমান্ত এলাকা থেকে ফেনসিডিলের একটি বড় চালান আনতে যাচ্ছে। এবং সেই ফেন্সিডিল গুলো অন্য ব্যবসায়ীর কাছে পৌঁছে দেওয়া হবে।
এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মো.মোস্তফা জামান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.মাসুদ রানার নেতৃত্বে,নওগাঁর জেলার ধামইরহাট উপজেলার উত্তর চকরহমত সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বাবা ছেলেসহ তিনজন মাদক ব্যবসায়ীকে ২ শত ৪ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করে র্যাব সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ২ শত ৪ বোতল ফেন্সিডিল ও দুইটি মোবাইল ফোনো উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়,আটককৃত মাদক ব্যবসায়ীরা অভিনব কায়দায় ভারত সীমন্ত থেকে ফেন্সিডিল গুলো এনে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকার মাদকসেবী ও ব্যবসায়ীদের কাছে মাদক সরবরাহ করে আসছিল। এমনকি তারা পারিবারিক ভাবেই পেশাদার মাদক ব্যবসায়ী বলে তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-৫,জয়পুুরহাট ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.মাসুদ রানা।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ।
এবিষয়ে ধামইরহট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী দৈনিক সূর্যোদয়কে বলেন,র্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটককৃত আসামীদের শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।