বৃহস্পতিবার রাজধানীর গুলশানে ডিএনসিসির নগরভবন থেকে এ বিষয় নিশ্চিত করা হয়েছে।
ডিএনসিসির তথ্য বিভাগ থেকে জানানো হয়, করোনা পরিস্থিতি বিবেচনায় ডিএনসিসির আওতাধীন করদাতাদের ২০১৯-২০২০ অর্থ বছরের বকেয়া হোল্ডিং ট্যাক্সের উপর ১৫ শতাংশ সারচার্জ ছাড়া জমার সময় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। একইসঙ্গে ব্যবসায়ীদের জন্য জরিমানা ছাড়াই ট্রেড লাইসেন্স নবায়ন ফি পরিশোধের সময়ও ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম ডিএনসিসির করদাতাদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ট্রেড লাইসেন্স নবায়নের এ সুযোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy