প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ৭:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৮, ২০২১, ১২:১৯ এ.এম
জলঢাকায় ব্র্যাকের এক নারী কর্মীকে অপহরণ !

জলঢাকায় ব্র্যাকের এক নারী কর্মীকে অপহরণ !
রেখা মনি,নিজস্ব প্রতিবেদক
Facebook Twitter share
ব্র্যাকের (বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি) এক নারী কর্মীকে অপহরনের অভিযোগ উঠেছে। আজ সোমবার(৭ জুন/২০২১) সকাল ৯টার দিকে নীলফামারীর জলঢাকা উপজেলার পেট্রোলপাম্প এলাকা থেকে ওই নারীকে অপহরন করা হয়। অপহৃতা নারী জলঢাকা ব্র্যাক অফিসের কর্মসুচি সংগঠক মনিরা সুলতানা(৩৩)। এ ঘটনায় ওই নারীর স্বামী সেলিম রেজা বাদী হয়ে জলঢাকা থানায় একটি মামলা দায়ের করেছে।
Surjodoy.com
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই নারী আজ সোমবার সকালে উপজেলা ব্র্যাক অফিস থেকে বের হয়ে অফিসের কাজে একটি চার্জার ভ্যানে গ্রামের দিকে যাচ্ছিলেন। ভ্যানটি পেট্রোল পাম্প এলাকা অতিক্রম করার সময় একটি মাইক্রোবাস এসে ভ্যানটি থামিয়ে ওই নারীকে জোড়পূর্বক অপহরণ করে ।
The Daily surjodoy
ভ্যান চালক ওই ব্র্যাক কর্মী নারীকে রক্ষা করার চেষ্টা করলে অপহরনকারীরা তাকে কিলঘুষি মেরে মাটিতে ফেলে দিয়ে ওই নারীকে অপহরন করে নিয়ে যায়। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে তোলপাড় সৃস্টি করে।
The Daily surjodoy
জলঢাকা উপজেলা ব্র্যাক অফিসের ব্যবস্থাপক আমিনুল ইসলাম বলেন, মনিরা সুলতানা কর্মসুচি সংগঠক হিসাবে চলতি বছরের ৮ এপ্রিল এখানে যোগদান করেন। এর আগে তিনি কুড়িগ্রামের উলিপুরে কর্মরত ছিলেন। তার স্বামী সেলিম রেজা নীলফামারী সদরের কাজিরহাট ব্র্যাক অফিসের কর্মসুচি সংগঠক হিসাবে কর্মরত।
The Daily surjodoy
মনিরা সুলতানার স্বামী সেলিম রেজা সাংবাদিকদের জানান, তার স্ত্রী অপহরনের ঘটনায় তিনি জলঢাকা থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
The Daily surjodoy
জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, আমরা বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করছি। আশা করি অপহরনকারীদের শনাক্ত সহ অপহৃতাকে উদ্ধার করতে সক্ষম হবে ।
The Daily surjodoy
এদিকে একটি নির্ভরযোগ্য সুত্র জানায় ব্র্যাক অফিসের কর্মসুচি সংগঠক মনিরা সুলতানার প্রথম স্বামী কুড়িগ্রামের মোর্শেদুর রহমান। গত বছরের নবেম্বর মাসে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর চলতি বছরের ২১ ফেব্রুয়ারী মনিরা সুলতানের সাথে বিয়ে হয় সেলিম রেজার। মনিরা সুলতানা দ্বিতীয় বিয়ের পর তার প্রথম স্বামী তাকে বিভিন্নভাবে হুমকী দিয়ে আসছিল।
The Daily surjodoy
গত রোজার ঈদে মনিরা সুলতানা তার দ্বিতীয় স্বামী সেলিম রেজার গ্রামের বাড়ি বগুড়ার শিবগঞ্জে ঈদ করতে যায়।সেখানে প্রথম স্বামী মোর্শেদুর, মনিরাকে অপহরনের চেষ্টা চালায়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি জিডি করেছিল মনিরা ।
The Daily surjodoy
অনেকে ধারনা করছেন প্রথম স্বামী হয়তো মনিরাকে জলঢাকা থেকে অপহরন করতে পারে।পুলিশের একটি সুত্র জানায় আমরা এই বিষয়টি মাথায় নিয়ে অভিযান পরিচালনা করছি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy