জলঢাকায় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের মাঝে করোনার অর্থ সহায়তা প্রদান
রেখা মনি,নিজস্ব প্রতিবেদক:
করোনায় অর্থ সহায়তা প্রদান করলেন, জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।
আজ ১৪ জুলাই বুধবার দুপুরে, জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে, কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
ভয়াবহ করোনা ভাইরাসে অসহায় দরিদ্র বেসরকারি এসব স্কুলের শিক্ষকগন, বেকার হয়ে বসে আছেন। তাই এই করোনা কালিন সময়ে জলঢাকার বর্ণমালা ক্রিয়েটিভ স্কুল এন্ড কলেজ, মডেল মেরিট কেয়ার একাডেমি, বিনা পানি প্রি কেডেট স্কুল, গোলনা লায়নস কেজি স্কুল, রংপুর ক্যাডেট একাডেমি, কই মারী আইডিয়াল কেজি স্কুল এবং তালুকাবদি বেথনাথ কেজি স্কুলের প্রিন্সিপাল ও প্রধান শিক্ষক গনের মাঝে নগদ ১ হাজার টাকা করে সহায়তা প্রদান করেন।
সহায়তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জলঢাকা উপজেলা শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, জলঢাকা পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..