প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ১০:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২১, ১০:৪৮ পি.এম
জলঢাকায় পৌর আ.লীগ সভাপতি প্রয়াত আশরাফ হোসেনের স্বরণে শোক সভা
কাজী মোতাহার হোসেন নিজস্ব প্রতিবেদকঃ
নীলফামারীর জলঢাকায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা ও পৌর আ.লীগের সভাপতি সদ্য প্রয়াত আশরাফ হোসেনের স্বরণে শোক সভা করেছে বাংলাদেশ আওয়ামীলীগ জলঢাকা পৌর শাখা।
বুধবার শেষ বিকেলে পৌর আওয়ামীলীগ কার্যলয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
জলঢাকা পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে
অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান বিএ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, আওয়ামীলীগ নেতা অনিল বিশ্বাস, একে আজাদ, জসির উদ্দিন, কামরুজ্জামান,
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সালাউদ্দিন কাদের, পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক সফিকুল ইসলাম পলাশ, মৎস্যজীবী লীগ সভাপতি সাদেকুল সিদ্দিক সাদেক ও বঙ্গবন্ধু প্রজন্মলীগ সভাপতি মশিউর রহমান হিট্ট প্রমুখ।
শোকসভায় পৌর আওয়ামীলীগের
৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুল গফুরের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
সভায় দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy