প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৫, ১২:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩১, ২০২১, ৫:৩৬ এ.এম
জলাতংক নির্মূলে মহেশখালীতে কুকুরকে টিকাদানে অবহিতকরণ সভা অনুষ্টিত

কক্সবাজার জেলা প্রতিনিধি::
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ বাংলাদেশ থেকে জলাতন্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপক হারে কুকুরকে টিকাদানর (এমডিভি) কার্যক্রম ২১বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্টিত হয়েছে। ৩০শে জানুয়ারী সকাল ১১টায় হাসপাতাল হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহাফুজুল হক এর সভাপতিত্বে অনুষ্টিত অবহিত করণ সভায় আলোচনা করেন মহেশখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিন,মহেশখালী প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নন্দন কুমার চন্দ,মহেশখালী হাসপাতালের আর এমও ডাঃ শিব শেখর ভট্ট্যাচার্য।
মুল আলোচক হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রন শাখার এমভিডি সুপারভাইজার মোঃ সামির হোসেন।বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান প্রতিনিধি,স্বাস্থ্য সহকারী গণ উপস্থিক ছিলেন।সভায় জানানো হয় ২০১৯সালের কুকুর নিধন, প্রাণী সম্পদ মারা নিষেধ বিষয়ক বিভিন্ন তথ্য অবগত করেন।
২০১২সাল থেকে জলাতংক প্রতিরোধে কুকুরকে টিকা দেওয়ার কার্যক্রম পরিচালিত হচ্ছে। জলাতন্ক রোগ কুকুর,বিড়াল, শিয়াল,বানর সহ অনেক প্রাণীর দেহ থেকে ভাইরাস সংক্রমনে আক্রান্ত হলে জীবন বিপন্ন হয়।
ঢাকা থেকে মহেশখালীতে কুকুর কে টিকা দিতে প্রায় ৫৬জন ডক ক্রস স্প্যাশাল কর্মী ৫দিন টিকা প্রদান করবেন।মহেশখালী উপজেলার ৮টি ইউনিয়নে ৩টি করে টিম ও পৌরসভায় ৪টিমে কুকুরকে টিকা প্রদান করবে।৩১জানুয়ারী থেকে৫দিন কুকুরের শরীরে টিকা প্রয়োগ করবে।
কুকুরকে টিকাদান বিষয়ে মহেশখালী হাসপাতালের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহাফুজুল হক জানান,জনগনের কল্যনে সমাজের প্রতিটি মানুষ যেন কুকুরকে টিকাদান কাজে সহায়তা করে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy