প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ৯:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৪, ২০২১, ২:১৫ এ.এম
জল্পনা-কল্পনার অবসান; মহেশখালীতে মকছুদ মিয়া ও চকরিয়ায় আলমগীর পেলেন নৌকার টিকিট
ইঞ্জি. হাফিজুর রহমান খান, কক্সবাজার::
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চকরিয়া পৌরসভায় আলমগীর চৌধুরী ও মহেশখালী পৌরসভায় নৌকার টিকিট পেলেন মকছুদ মিয়া । শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত দলের সংসদীয় এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এই মনোনয়ন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি এবং সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আলমগীর চৌধুরী বর্তমান চকরিয়া পৌরসভার মেয়র এবং পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। দ্বিতীয় বারের মত মনোনয়ন পাওয়ার বিষয়টি আলমগীর চৌধুরী নিজেই ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ করেছেন।
অন্যদিকে দ্বিতীয়বারের মহেশখালী পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন তথা নৌকার টিকিট পেয়েছেন আলহাজ¦ মকছুদ মিয়া। বিষয়টি মকছুদ মিয়া নিজেই মুঠোফোনে এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন। মকছুদ মিয়া বর্তমানে মহেশখালী পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, আগামী ১১ এপ্রিল ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে মহেশখালী ও চকরিয়া পৌরসভার নির্বাচন। সে অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৮ মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ।।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy