ফটিকছড়ি প্রতিনিধি, বেলাল আহমদ রেজা।
ফটিকছড়ির সুন্দরপুর ইউ পির, সবুজ ছায়া আদর্শ সংঘ কর্তৃক আয়োজিত, মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে, ডে-নাইট শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২১ এর উদ্বোধনী ম্যাচ ও পূরস্কার বিতরণী অনুষ্টান সম্পন্ন হল।
রবিবার (২৬ ফেব্রুয়ারী) সন্ধায়, সুন্দরপুর সবুজ ছায়া আদর্শ সংঘ সংলগ্নে মাঠে, জাতীয় সংগীত পাঠের মধ্য দিয়ে, ও সংঘের উপদেষ্টা, মো: জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে, এবং সাধারণ সম্পাদক, মো: ইব্রহিম খলিল এর পরিচালনায়, অনুষ্টানের শুরুতে প্রধান অতিথি বক্তব্য রাখেন, সাবেক আহবায়ক, খুলশি যুবলীগ ও যুগ্ন-সাধারণ সম্পাদক, মো: মেজবাহ সিকদার।
এতে অনুষ্টানের বিষেশ অতিথি ছিলেন, সুন্দরপুর ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি, মো: বেলাল উদ্দীন সুমন, সংঘের উপদেষ্টা, মাস্টার মো: রাসেদুল আলম, মো: হোসেন, সি,টি,জি, ম্যানপাওয়ার স্বত্বাধিকারী, মো: আব্দুর রহিম, সুন্দরপুর ইউ পি প্যানের চেয়ারম্যান, আলহাজ্ব মাষ্টার মো: ইউনুছ।
উক্ত উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বী, দল (মেসার্স এমদাদ মোটরস একাদ্বশ) ও (পাইন্দং ক্লাব একাদ্বশ)।
Leave a Reply