মেহেদী ইমাম, রাঙামাটি প্রতিনিধিঃ
‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন’ এ প্রতিপাদ্যে রাঙামাটিতে জাতীয় পরিসংখ্যান দিবস পালন করা হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় দিবস টি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে শহরের হ্যাপরী মোড় এলাকা থেকে র্যালী বের করে পরিসংখ্যান কার্যালয়। র্যালী টি জেলা প্রশাসন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে দিবস টি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে রাঙামাটি জেলা পরিসংখ্যান কার্যালয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক এস. এম. ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মহসিন রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, সদর উপজেলা প্যানেল চেয়ারম্যান নাসরিন ইসলাম, ভাইস চেয়ারম্যান দুর্গেস্বর চাকমা, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মোঃ নুর উজ জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, আজকের দিনটি অনেক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি দিন। সঠিম তথ্য-উপাত্ত মানুষের মাঝে ছড়িয়ে দিতে নির্ভরযোগ্য ও সময়োপযোগী পরিসংখ্যান ভিত্তি হিসাবে কাজ করে। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনসংখ্যাকে জনসম্পদে রুপান্তর করতে তথ্য উপাত্র সংগ্রহে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সহযোগিতা করার ও আহ্বান জানান বক্তারা।