নাহিদ পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে নওগাঁর পোরশায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা প্রশাসন ও মৎস দপ্তরের আয়োজনে র্যালিতে নেতৃত্বদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
র্যালিটি উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে ইউএনও সালমা আক্তার, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, ইউআরসি ইন্সিট্রাক্টর কামরুজ্জামান সরদার সহ কর্মকর্তাবৃন্দ অংশ গ্রহণ করেন।
এর আগে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এর পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও ইউএনও সালমা আক্তার উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy