চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে জাতীয় শ্রমিক লীগ নেতা আবুল হোসেনকে বেআইনি ভাবে গ্রেপ্তার ও সাজানো মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো যাচ্ছে। মোহরা এলাকাবাসীর পক্ষে কালুরঘাট শ্রমিক কল্যাণ সমিতির আহবায়ক সুজন সরকার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে অবিলম্বে এই নেতার মুক্তির দাবি জানানো হয়। অন্যথায় লাগাতার পরিবহন ধর্মঘটসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
গত ৩১মে দিবাগত রাতে আবুল হোসেনকে সুনির্দিষ্ট কোন মামলা বা অভিযোগ ছাড়া সাদা পোশাকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর একদল সদস্য। আটকের সময় তারা সুনির্দিষ্ট কোন কারণ প্রদর্শন করেননি। এমনকি তার হেফাজত থেকে বেআইনি কিছুই উদ্ধার হয়নি। তবুও কিছু বুঝে উঠার আগেই গাড়িতে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ।
নানা তালবাহানার পর বৃহস্পতিবার (১ জুন) সন্ধ্যায় ডাকাতি প্রস্তুতিসহ দু’টি সাজানো মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে পরিচ্ছন্ন এই শ্রমিক নেতাকে। মানুষ ন্যায়বিচারের জন্য যাদের দ্বারস্থ হন, তারাই যদি এমন ঘৃণ্য কাজ করেন, তা অত্যন্ত দু:খজনক।
বিশেষ কোন মহলের প্ররোচনায় তাকে ফাঁসানো হয়েছে। এর আগেও বেশ কয়েকবার আবুল হোসেন ও তার পরিবারকে প্রশাসনের রোষানলে পড়তে হয়েছে। এহেন ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানানো যাচ্ছে। অবিলম্বে শ্রমিক নেতা আবুল হোসেনকে মুক্তি দিতে হবে। পাশাপাশি নিরপেক্ষ তদন্ত পূর্বক মামলার দায় থেকে অব্যাহতি প্রদানে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান ভুক্তভোগী আবুল হোসেনের পরিবার।-বিজ্ঞপ্তি।