জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির নির্বাচন ২০২৪ সফলভাবে সম্পন্ন হয়েছে।
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গত ১৯শে জানুয়ারী (শুক্রবার) চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এর মিলনায়তনে জাতীয় সাংবাদিক সংস্থার বাৎসরিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
সকাল ৯ টায় শুরু হওয়া একটানা ভোট গ্রহণ চলে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত ।
নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হন সংগঠনটির আহবায়ক কে.এম রুবেল, বাকি ১৪ টি পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। মোট ভোটার সংখ্যা ৭৪ জন।
প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন খায়রুল ইসলাম, সহ-নির্বাচন কমিশনার ছিলেন আব্দুল মবিন।
নির্বাচন শেষে সাড়ে ৪ টায় ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় সকল প্রার্থী ও সংগঠনের ভোটার আরো উপস্থিতি ছিলেন ঢাকা থেকে আগত জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
যারা নির্বাচিত হয়েছেন :-
সভাপতি - কে এম রুবেল (বিনা প্রতিদ্বন্ধিতায়)
সি; সহ-সভাপতি - লায়ন মৌলানা মো: ইউসুফ
সহ-সভাপতি - মো: জিন্নাত আলী, মো: হাসান ও আবদুল্লাহ চিসতি।
সাধারণ সম্পাদক- মোহাম্মদ হোসেন
যুগ্ম-সম্পাদক- ফোরকান সিকদার, জাহাংগীর আলম ও মাহাবুব কাদের।
সাংগঠনিক সম্পাদক- রিয়াজ উদ্দিন ও জালাল উদ্দিন সমান ভোট পাওয়াতে ফলাফল স্থগিত রাখা হয়েছে। অর্থ সম্পাদক- শেখ আহমেদ শাকিল (বিনা প্রতিদ্বন্ধিতায়, প্রচার সম্পাদক- মো: দিদার-২, দপ্তর সম্পাদক- দিদার-৩
সাংস্কৃতিক সম্পাদক- ফজলুল নাহিদ, ক্রীড়া সম্পাদক- দিদার-১, তথ্য ও গবেষণা সম্পাদক- আশরাফ উদ্দিন মিঠু, মহিলা বিষয়ক সম্পাদিকা- দিপ্তী হাওলাদার, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক- এবিএম সিদ্দিক।
ফলাফল ঘোষনা শেষে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিজয়ী সকলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সবাইকে এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংগঠনের গঠনতন্ত্র নিয়ম মেনে চলা ও সংগঠনের কার্য্যক্রম বেগবান করার আহবান জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy