প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১২:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২১, ২:৩৯ পি.এম
জাতীয় খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় অনিয়ম, আটক ৬
পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীতে উপ খাদ্য পরিদর্শক পদের নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ৬ জনকে আটক করেছে পটুয়াখালী থানা পুলিশ। এ সময় এক পরীক্ষার্থীর কাছ থেকে ডিভাইস উদ্ধার করা হয়।
পটুয়াখালী জেলায় মোট ১৫ টি সেন্টারে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই জেলায় প্রায় ১০ হাজার পরীক্ষার্থী অংশ নেন।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্র থেকে শিমু আক্তারকে আটকের পর তার সাথে সংশ্লিষ্ট থাকায় আরও ৫ জনকে জিজ্ঞাসা বাদের জন্য থানায় আনা হয়েছে। এছাড়া শহরের বিভিন্ন এলাকা থেকে ১. মাকসুদুর রহমান, (৩০)পিতাঃনূরুল ইসলাম গ্রাম চর বোরহান,৫নং ওয়ার্ড,থানা দশমিনা,পটুয়াখালী ২.মোঃ রাসেল চৌকিদার,পিতাঃ আঃ রাজ্জাক চৌকিদার, গ্রামঃ বহালগাছিয়া, (পাকার মাতা),থানা- জেলা -পটুয়াখালী। ৩. জহিরুল ইসলাম, পিং সামচুল হক মৃধা গ্রাম-দশমিনা সদর থানা -দশমিনা জেলা- পটুয়াখালী ৪. কাওছারুল উল আলম(৩০)পিতাঃ মোঃশাহআলম গাহী গ্রাম মুরাদনগর ২নং ওয়ার্ড থানা -গলাচিপা জেলা- পটুয়াখালী। ৫.মোঃ উলিউল ইসলাম (৩২) পিতা- মোঃ নূরমোহাম্মাদ মৃধা ইউনিয়ন- রনগোপাদী থানা- দশমিনা জেলা- পটুয়াখালী। পুলিশ হেফাজতে নেয়া হয়েছে পলিটেকনিক ইনস্টিটিউট এর পরীক্ষা নিয়ন্ত্রক ইয়ারুল হক জানান, সকাল ১০ টায় পরীক্ষা শুরু হয় এবং সাড়ে ১১ টায় পরীক্ষা শেষ হয়। সকাল সোয়া ১০ টার দিকে পরীক্ষার হলের পরিদর্শকের কাছে শিমু আক্তার নামে এক পরীক্ষার্থীকে সন্দেহ হলে ওই পরীক্ষার্থীকে তল্লাশি করে ডিভাইস উদ্ধার করা হয়।
এ সময় হলের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করলে তিনি আইনগত পদক্ষেপ গ্রহণ করেন। পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে মোট ৯শ পরীক্ষার্থী অংশ নেয়ার কথা থাকলেও ৩৬২ জন পরীক্ষায় অংশ নেন এবং এক জন পরিক্ষার্থী বহিষ্কার হয়েছেন।পটুয়াখালী থানায় আসামীগন আছে কোডে চালান করে নাই।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy