প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ১:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২০, ১:২০ পি.এম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি এর পদত্যাগ দাবীতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
বাংলাদেশ বে-সরকারী কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফোরামের উদ্যোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি এর পদত্যাগ দাবীতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৪ জুন) সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ। সংবাদ সম্মেলনে জানানো হয়, করনাকালীন সময়ে প্রায় ৫ হাজার শিক্ষক সরকারের কোন প্রকার অনুদান না পেয়ে মানবেতর জীবন করছেন। সংবাদ সম্মেলনে ২০১৮ সালের জনবল কাঠামো সংশোধন ও পর্যালোচনা কমিটিতে পর্যান্ত তথ্য ও উপাত্ত না দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি হারুন আর রশিদ দায়িত্বহীনতা ও সহযোগীতা না করায় শিক্ষকগন ভিসি’র পদত্যাগ দাবী করেন।ইতিপূর্বে প্রতিষ্ঠান সমূহ ৩ হাজার থেকে ১০ হাজার টাকা সম্মানি দিলেও বর্তমানে তাও বন্ধ রয়েছে। ৫ হাজার শিক্ষকের পরিবার পরিজনের কথা বিবেচনা করে দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy