প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৫, ৭:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২১, ৮:০৭ পি.এম
জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে নাগরিক সংলাপ

এম আর হাসান জেলা প্রতিনিধি খুলনাঃ
বেসরকারি উন্নয়ন সংস্থা দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় বিষয়ে নাগরিক সংলাপ (বুধবার) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার এতে প্রধান অতিথি ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, সকল পর্যায়ে সুশাসন নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। রাষ্ট্রীয় দপ্তরসমূহে শুদ্ধাচার নিশ্চিত করাই জাতীয় শুদ্ধাচার কৌশলের অন্যতম উদ্দেশ্যে। নৈতিকতার বিকাশ পরিবার থেকে হওয়া উচিত। কঠোর আইনের চেয়ে হৃদয়ের তাড়নাই মানুষকে সুশাসনের দিকে ধাবিত করে। তথ্য অধিকার আইন, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, সিটিজেন চার্টার, শুদ্ধাচার কৌশলসহ সব কিছুর মূল লক্ষ্য নাগরিক সেবা সহজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর জেলা সভাপতি অধ্যাপক জাফর ইমামের সভাপতিত্বে সংলাপে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইউসুপ আলী, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাঈয়েদুজ্জামান সম্রাট , বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বেসরকারি সংস্থা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দি হাঙ্গার প্রজেক্টের রিজিওনাল কোর্ডিনেটর মাসুদুর রহমান রঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী অধ্যাপক রমা রহমান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy