রিয়াজুল হক সাগর, রংপুর সিটি প্রতিনিধিঃ
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে অভিযাত্রিক সাহিত্য সংস্কৃতি সংসদ রংপুর এর আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে অভিযাত্রিক কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রধান আলোচক ছিলেন সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ একাত্তর রংপুর জেলার সাধারণ সম্পাদক ও মৌচাক প্রধান উপদেষ্টা রেজাউল করিম মুকুল। বিশেষ বক্তা ছিলেন ছড়াকার শিল্পী প্রকৌশলী দেলোয়ার হোসেন রংপুরী, কোয়াব রংপুরের যুগ্ম সম্পাদক কবি আব্দুল্লাহ হামীম। অভিযাত্রিক সাধারণ সম্পাদক সাঈদ সাহেদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জাতীয় কবিতা পরিষদ রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক মনজিল মুরাদ লাভলু, ছড়া সংসদ রংপুর এর সাধারণ সম্পাদক রেজাউল করিম জীবন, কবি ও সাংবাদিক হায়াত মাহমুদ মানিক, মৌচাক উপদেষ্টা সাহিনা সুলতানা, অভিযাত্রিক সালমা সেতারা, তৈয়বুর রহমান বাবু, জাহিদ হোসেন, হাসান ইকবাল, কবিরাজ ইসমাইল মোল্লা, নাজিরা পারভীন, নাসরিন নাজ। সঞ্চালনা করেন খালিদ সাইফুল্লাহ। আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে নিবেদিত কবিতা পাঠ করা হয়।
Leave a Reply