আব্দুস সালাম: আগষ্ট মাস শোকের মাস। শোকাহত মানুষ শ্রদ্ধা ভরে স্মরন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এরই ধারাহিকতায় উত্তরাখান থানা ছাত্রলীগের মাস ব্যাপী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা ও তবারক বিতরণ করা হয়।
আজ কাঁচকুড়া শিক্ষা কমপ্লেক্সে উত্তরখান থানা ছাত্রলীগের উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃর্ত্যু বাষীকি ও ২১ শে আগষ্ঠ গ্রেনেড হামলায় নিহত শহীদদের আত্নার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন ঢাকা মহানগর উত্তর এর ছাত্রলীগ সভাপতি মোঃ ইব্রাহীম, সহ অন্যান্য, নেত্রীবৃন্দ। বাংলাদেশ ছাত্রলীগ হলো রাজনীতিতে ভ্রাতৃত্ব ও সুশৃংখল স্বচ্ছ ও গুরুত্ব পূর্ণ একটি আদর্শের সংগঠন। তাই ছাত্র লীগকে সজাগ থাকার আহবান জানান মোঃ ইব্রাহীম। তিনি সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকার কথাও বলেন।
উত্তরখান থানা ছাত্রলীগ সভাপতি মোঃ নাছিম সরকারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুব লীগ ও অংগ সংগঠনের নেত্রী বৃন্দরা। মাহফিলের সঞ্চালনা করেন মোঃ ইসহাক আহম্মেদ রনি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উত্তরখান থানা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম সরকার মোঃ রিপন, মেহেদী হাসান উজ্জল সহ উত্তরখান থানা ছাত্রলীগের নেতারা। সর্বশেষে তবারক বিতরন ও দোয়ার মধ্যে দিয়ে সভার সমাপ্তি হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy