শেখরচন্দ্র সরকার বগুড়া জেলা প্রতিনিধিঃ
নির্বাচন কমিশন কার্যালয়ের তথ্য অনুসারে, তৃতীয় পর্বে আগামী ৩০ জানুয়ারি’ ২০২১ বগুড়া জেলার ৫ টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে তফসিল ঘোষণা করেন ইসি। নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচনের সময় সূচী ঘোষণা করেন সচিব মোঃ আলমগীর।
বগুড়ার ৫ টি পৌরসভা গুলো হলো- ধুনট, গাবতলী, শিবগঞ্জ, নন্দীগ্রাম ও কাহালু।
তফসিল অনুসারে, মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩০ ডিসেম্বর। মনোনয়ন যাছাই-বাছাই ৩ জানুয়ারি এবং প্রার্থিতা পত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারি। এর মধ্য প্রথম এবং দ্বিতীয় ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি।
সে অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর প্রথম ধাপে ২৫ টি পৌরসভায় এবং ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে ৬১ টি পৌরসভায় ভোট হবে। এর মধ্য ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে বগুড়া জেলার ৩ টি শেরপুর, সারিয়াকান্দি ও শান্তাহার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন সূত্রে আরো জানা যায় যে, সকাল ৮ ঘটিকা হতে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।